| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা

  • আপডেট টাইম: 23-10-2025 ইং
  • 147048 বার পঠিত
৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

ইন্টারন্যাশনাল ডেস্ক: জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুকের প্রধান প্রতিষ্ঠান মেটা তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। এর আগে মূলত মেটার এআই বিভাগে দ্রুত জনবল বাড়াতে ‘ওপেনএআই ও অ্যাপলের’ মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের শীর্ষ গবেষকদের আকর্ষণীয় বেতনে নিয়োগ দেওয়া হয়েছিল। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মেটার প্রধান এআই কর্মকর্তা আলেক্সান্ডার ওয়াংয়ের এক বিবৃতিতে বলেছেন, এখন থেকে সিদ্ধান্ত নিতে কম আলোচনার প্রয়োজন হবে।

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠিত ‘টিবিডি’ ল্যাবের ওপর এই ছাঁটাইয়ের কোনো প্রভাব পড়বে না। এই ছাঁটাইয়ের প্রভাব মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা পণ্য ও অবকাঠামো নিয়ে কাজ করা দলগুলোর ওপর পড়বে। অতিরিক্ত নিয়োগের পর, এবার কার্যক্রম সহজ ও সুশৃঙ্খল করতেই এ পদক্ষেপ।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ছাঁটাই করা অনেক কর্মীকে প্রতিষ্ঠানটির অন্য বিভাগে নিয়োগ করা হতে পারে।

রিপোর্টার্স২৪/টিআই/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪