| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভেনেজুয়েলায় নতুন অভিযান চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: রয়টার্স

  • আপডেট টাইম: 23-11-2025 ইং
  • 62 বার পঠিত
ভেনেজুয়েলায় নতুন অভিযান চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: রয়টার্স

রিপোর্টার্স২৪ ডেস্ক: ভেনেজুয়েলা সংশ্লিষ্ট নতুন সামরিক বা গোপন অভিযান শিগগিরই শুরু করতে পারে যুক্তরাষ্ট্র- এমন তথ্য জানিয়েছেন অন্তত চারজন মার্কিন কর্মকর্তা। নিকোলাস মাদুরো সরকারের ওপর চাপ বাড়ানোর কৌশলের অংশ হিসেবেই ট্রাম্প প্রশাসন এই নতুন উদ্যোগ বিবেচনা করছে বলে জানিয়েছেন তাঁরা।

রোববার (২৩ নভেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অভিযানের সময়, ধরণ বা পরিসর সম্পর্কে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত অনুমোদন দিয়েছেন কি না, তাও নিশ্চিত হওয়া যায়নি। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ানো এবং বড় ধরনের উদ্যোগ নেওয়ার ইঙ্গিত এসব জল্পনা আরও বাড়িয়েছে।

দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, পরিকল্পনার প্রথম ধাপে গোপন অভিযান শুরুর সম্ভাবনাই বেশি। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা বলেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সব ধরনের শক্তি ব্যবহারের বিষয়ে হোয়াইট হাউসে আলোচনা চলছে। বিষয়টি নিয়ে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করতে বলেছে পেন্টাগন, আর সিআইএ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

একজন সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা বলেন, আমাদের দেশে মাদক প্রবেশ ঠেকাতে এবং দায়ীদের বিচারের মুখোমুখি করতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত। ট্রাম্প প্রশাসন অভিযোগ করছে, মাদুরো সরকার যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী মাদক প্রবাহের সঙ্গে জড়িত, যদিও মাদুরো এসব অভিযোগ অস্বীকার করেন।

রয়টার্স জানিয়েছে, আলোচনায় থাকা সম্ভাব্য পদক্ষেপগুলোর মধ্যে মাদুরোকে সরিয়ে দেওয়ার বিষয়টিও রয়েছে। ২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরো এর আগেও দাবি করেছেন, তাঁকে ক্ষমতাচ্যুত করতে ট্রাম্প প্রশাসন নানা পরিকল্পনা করছে, তবে ভেনেজুয়েলার সেনাবাহিনী ও জনগণ তা প্রতিহত করবে।

এদিকে ক্যারিবীয় সাগরে কয়েক মাস ধরে চলমান সামরিক মহড়া এবং সিআইএর গোপন অপারেশন অনুমোদনের খবর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ভেনেজুয়েলার আকাশসীমা নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’ সতর্কতা জারি করায় তিনটি আন্তর্জাতিক এয়ারলাইন্স ইতোমধ্যে তাদের নির্ধারিত ফ্লাইট বাতিল করেছে।

যুক্তরাষ্ট্র আরও পরিকল্পনা করছে কার্টেল দে লস সোলেসকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার। ট্রাম্প প্রশাসনের দাবি, এই সংগঠন যুক্তরাষ্ট্রে মাদক প্রবেশ করানোর সঙ্গে জড়িত এবং মাদুরো এটির নেতৃত্ব দেন। মাদুরো অবশ্য এটিও অস্বীকার করেছেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, সন্ত্রাসী তকমা যুক্তরাষ্ট্রের সামনে ‘নতুন বিকল্প’ উন্মুক্ত করবে। ট্রাম্পও ইঙ্গিত দিয়েছেন, এতে ভেনেজুয়েলার অবকাঠামো ও সম্পদে সরাসরি আঘাত হানার সুযোগ তৈরি হতে পারে।

রয়টার্সকে দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, কারাকাস ও ওয়াশিংটনের মধ্যে কিছু বিষয়ে যোগাযোগ চলমান। এসব যোগাযোগ নতুন অভিযানের সময় বা পরিসরে কোনো প্রভাব ফেলবে কি না, তা এখনও পরিষ্কার নয়।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪