| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণভোট নিয়ে সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আসিফ নজরুল

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩০, ২০২৫ ইং | ১১:৫৩:৩০:পূর্বাহ্ন  |  326960 বার পঠিত
গণভোট নিয়ে সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা : আসিফ নজরুল
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

রিপোর্টার্স ২৪ডেস্ক: আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিরোধ দেখা যাচ্ছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। তবে খুব দ্রুতই ফয়সালা আসবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, দীর্ঘদিন আলাপ আলোচনার পর রাজনৈতিক দলগুলোর মধ্যে এই অনৈক্য হতাশাজনক। বিষয়বস্তু নিয়ে আগে বিরোধ ছিল, এখন গণভোট নিয়ে দ্বিমত তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দলগুলোও উত্তেজিত ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দল এককভাবে তাদের সিদ্ধান্ত সরকারের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে জুলাইয়ের চেতনা কোথায় থাকে? যে যাই বলুক, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। ভোটের পরিবেশ ঠিক রাখার দায়িত্ব শুধু সরকারের নয়, রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব রয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪