রিপোর্টার্স২৪ ডেস্ক: শুক্রবার (২১ নভেম্বর) সকালবেলায় পাকিস্তান ও বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় ভূমিকম্পের ধাক্কা অনুভূত হয়েছে। পাকিস্তানে স্থানীয় সময় সকালে ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভারতের এনডিটিভি জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৩৫ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
একই সময়ে, বাংলাদেশেও সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে মধ্যম মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এবং ভূমিকম্পের মাত্রা ৫.৭ রিখটার স্কেলে নথিভুক্ত করা হয়েছে। ঢাকার পাশাপাশি দেশটির বিভিন্ন জেলা ও শহরেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।
দুই দেশেই ভূমিকম্পের ফলে বড় ধরনের ক্ষতি বা হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। তবে স্থানীয়রা সতর্ক থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।সূত্র: এনডিটিভি
রিপোর্টার্স২৪/ঝুম