| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইউক্রেনকে কঠিন শর্তে রাজি হওয়ার চাপ ট্রাম্পের

  • আপডেট টাইম: 22-11-2025 ইং
  • 2561 বার পঠিত
ইউক্রেনকে কঠিন শর্তে রাজি হওয়ার চাপ ট্রাম্পের

রিপোর্টার্স২৪ডেস্ক: রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা আগামী ২৭ নভেম্বরের মধ্যেই গ্রহণ করতে হবে—এমন আল্টিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শীত শুরু হওয়ার আগেই কূটনৈতিক সমাধান চূড়ান্ত করতে এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

ট্রাম্প জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন করে যুদ্ধ বিস্তারের পক্ষে নন। একই সঙ্গে তিনি বলেন, রাশিয়ার তেল রপ্তানির ওপর নতুন নিষেধাজ্ঞা প্রস্তুত করছে ওয়াশিংটন, যা আন্তর্জাতিক বাজারে মস্কোর তেল বিক্রি আরও কঠিন করে তুলবে।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনায় মোট ২৮টি শর্ত রয়েছে। এর মধ্যে রয়েছে—ইউক্রেনকে ক্রিমিয়া, লুহানস্ক ও দোনেৎস্কে রাশিয়ার নিয়ন্ত্রণ স্বীকার করা, সেনাসদস্য সংখ্যা ছয় লাখে সীমিত রাখা এবং ভবিষ্যতে ন্যাটোতে যোগ না দেওয়ার প্রতিশ্রুতি। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো নিরাপত্তা নিশ্চয়তা, পুনর্গঠন সহায়তা ও অর্থনৈতিক সমন্বয়ের আশ্বাস দেবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, দেশটি ইতিহাসের এক কঠিন সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি জানান, ইউক্রেনকে কঠিন শর্তগুলোর মধ্যে কোনো একটি বেছে নিতে হচ্ছে—অথবা কঠিন শীত ও যুক্তরাষ্ট্রের মতো কৌশলগত অংশীদারের সঙ্গে সম্পর্কের ঝুঁকি নেওয়ার মধ্যে সিদ্ধান্ত নিতে হবে।

জেলেনস্কি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার শপথে তিনি অটল থাকবেন। একই সঙ্গে ইউক্রেন নিজেদের পাল্টা প্রস্তাবও দেবে, যাতে রাশিয়া কিয়েভকে শান্তি-বাধাগ্রস্তকারী হিসেবে তুলে ধরতে না পারে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪