| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ২৩ ভারতপন্থি সন্ত্রাসী

  • আপডেট টাইম: 22-11-2025 ইং
  • 2120 বার পঠিত
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ২৩ ভারতপন্থি সন্ত্রাসী
ছবির ক্যাপশন: পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ২৩ ভারতপন্থি সন্ত্রাসী

রিপোর্টার্স২৪ ডেস্ক: পাকিস্তানের কুররম জেলায় নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে ২৩ জন ভারতপন্থি সন্ত্রাসী নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা (আইএসপিআর) এই তথ্য নিশ্চিত করেছে। নিহতরা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও ‘খারিজি’ নামে পরিচিত সন্ত্রাসী গ্রুপের সদস্য বলে দাবি করা হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, প্রথম অভিযানে কুররম এলাকার একটি খারিজি গ্রুপকে লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী আক্রমণ চালায়, যেখানে ১২ সন্ত্রাসী নিহত হয়। এরপর নতুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একই অঞ্চলে আরেকটি গ্রুপকে ধ্বংস করার জন্য দ্বিতীয় অভিযান পরিচালিত হয়, এতে আরও ১১ সন্ত্রাসী নিহত হয়েছে। উভয় গ্রুপই ভারতের পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল বলে দাবি করা হয়েছে।

নিরাপত্তা বাহিনী এখনও কুররমে অবশিষ্ট সন্ত্রাসীদের খুঁজে বের করতে সাঁড়াশি অভিযান চালিয়ে যাচ্ছে। আইএসপিআর বলেছে, বিদেশি পৃষ্ঠপোষকতায় পরিচালিত যেকোনো ধরনের সন্ত্রাস দমনে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো দৃঢ় প্রতিজ্ঞ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ফেডারেল অ্যাপেক্স কমিটির অনুমোদিত ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের অধীনে ‘আযম-ই-ইস্তেহকাম’ ভিশন বাস্তবায়নের মাধ্যমে জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় এসব অভিযান পরিচালিত হচ্ছে। আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যনির্ভর সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং বিদেশি পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসের মূলোৎপাটনে পূর্ণ গতিতে এগোনো হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪