সিনিয়র রিপোর্টার: রাজধানীর মহাখালীতে বৈশাখী পরিবহনের একটি চলন্ত যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (২২ নভেম্বর) রাত সোয়া ৯টায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সামনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসের পেছন থেকে আগুনের সূত্রপাত হয়। কেউ আগুন দিয়েছে নাকি অন্য কোনো কারণে আগুন লেগেছে তা কেউ বলতে পারেনি। আগুন লাগার সঙ্গে সঙ্গে যাত্রীরা দ্রুত নেমে পড়েন। আগুনে বাসের ভেতরে থাকা সিট, ইঞ্জিন পুড়ে গেছে। অনেকেই বাসের জানালা ভেঙে বাসের ভেতর থেকে বের হয়ে আসেন। পরে স্থানীয়রা পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান বলেন, মহাখালী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সামনে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
রিপোর্টার্স২৪/এসসি