| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন পে স্কেলের দাবিতে ডিসেম্বরে রাজধানীতে মহাসমাবেশ

  • আপডেট টাইম: 22-11-2025 ইং
  • 1473 বার পঠিত
নতুন পে স্কেলের দাবিতে ডিসেম্বরে রাজধানীতে মহাসমাবেশ

রিপোর্টার্স২৪ডেস্ক: নতুন পে স্কেলের দাবিতে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন। শনিবার (২২ নভেম্বর) সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে কয়েক ডজন সংগঠন যৌথভাবে এ কর্মসূচি চূড়ান্ত করে।

নেতারা জানান, দীর্ঘদিন ধরে বেতন কাঠামো সংস্কারের বিষয়ে কোনো নিশ্চিত অগ্রগতি না থাকায় মাঠ পর্যায়ে কর্মচারীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। পে কমিশনকে ৩০ নভেম্বরের মধ্যে সুপারিশ জমা দেওয়ার জন্য যে সময়সীমা নির্ধারণ করা হয়েছিল, তাও অনিশ্চিত হয়ে পড়েছে। সময়মতো সুপারিশ না পেলে কঠোর আন্দোলনে যাওয়ারও হুঁশিয়ারি দেন তারা।

পে কমিশনের একাধিক সূত্র জানায়, এখনো সুপারিশ চূড়ান্ত হয়নি। খসড়া প্রতিবেদনের কাজ চলমান রয়েছে, যার প্রায় অর্ধেক সম্পন্ন হয়েছে। চলতি সপ্তাহে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের মতামত নেওয়ার পর চূড়ান্ত প্রতিবেদনের দিকে অগ্রগতি হবে বলে জানানো হয়।

উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ের শেষে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে ২৩ সদস্যের জাতীয় বেতন কমিশন–২০২৫ গঠন করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, প্রথম সভার তারিখ থেকে ছয় মাসের মধ্যে কমিশনকে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪