| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা আলিয়া মাদ্রাসায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

  • আপডেট টাইম: 22-11-2025 ইং
  • 1350 বার পঠিত
ঢাকা আলিয়া মাদ্রাসায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

রিপোর্টার্স২৪ডেস্ক: রাজধানীর চকবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আহতরা হলেন— সাদিক (২১), মইন (২২), ইলিয়াস (২১), ওমর ফারুক (২১), আবু বক্কর (২২), ওয়ালিদ (২২) ও এনামুল (২২)।

চকবাজার থানা পুলিশের একটি সূত্র জানায়, ‘সম্মিলিত ছাত্র পরিষদ’ নামে একটি সংগঠন মাদ্রাসায় মিলাদ মাহফিলের আয়োজন করে। সেখানে একটি পক্ষকে দাওয়াত না দেওয়ায় ক্ষোভ তৈরি হয়। ক্ষুব্ধ শিক্ষার্থীরা একটি ক্যান্টিন বন্ধ করে দিলে উত্তেজনা আরও বাড়ে। পরে অস্থায়ী আদালত থেকে আনা কিছু রড ঘটনাস্থলে রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয় এবং তা সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আলিয়া মাদ্রাসা থেকে সাতজন আহত শিক্ষার্থী হাসপাতালে এসেছে। সবার মাথায় আঘাত রয়েছে। বর্তমানে জরুরি বিভাগের চার নম্বর রুমে তাদের চিকিৎসা চলছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪