রিপোর্টার্স২৪ ডেস্ক: অবশেষে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার শীর্ষে উঠে এলেন বামহাতি স্পিনার তাইজুল ইসলাম। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (২২ নভেম্বর) আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে সাকিব আল হাসানকে পেছনে ফেলেন তিনি।
তৃতীয় দিনেই চার উইকেট শিকার করে সাকিবের ২৪৬ উইকেটের পাশে নাম লেখান তাইজুল। আর চতুর্থ দিনে লাঞ্চের পরপরই দ্বিতীয় ইনিংসে অ্যান্ডি বালবার্নিকে এলবিডাব্লিউ করে নিজের উইকেট সংখ্যা পৌঁছে দেন ২৪৮-এ। এর মাধ্যমেই তিনি বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে শীর্ষস্থানে জায়গা করে নেন।
৩২ বছর বয়সী তাইজুলের এই মাইলফলকটি এসেছে মাত্র ৫৬তম টেস্টে। তুলনামূলকভাবে দ্রুততম এ অর্জনে তিনি সাকিবকে ছাড়িয়ে যান, যিনি নিজের ২৪৬তম উইকেট স্পর্শ করতে খেলেছিলেন ৭১টি টেস্ট।
বাংলাদেশের শীর্ষ ৫ টেস্ট উইকেটশিকারিরা হলেন- তাইজুল ইসলাম ২৪৮ (প্রথম), সাকিব আল হাসান- ২৪৬ (দ্বিতীয়), মেহেদী হাসান মিরাজ- ২০৯ (তৃতীয়), মোহাম্মদ রফিক- ১০০ (চতুর্থ), মাশরাফি বিন মুর্তজা- ৭৮ (পঞ্চম)।
রিপোর্টার্স২৪/আরকে