| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আবারও দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজ

  • আপডেট টাইম: 22-11-2025 ইং
  • 1823 বার পঠিত
আবারও দুবাই ক্যাপিটালসে মুস্তাফিজ

রিপোর্টার্স২৪ডেস্ক: আইএলটি-টোয়েন্টির নিলামের আগেই সরাসরি চুক্তিতে দুবাই ক্যাপিটালসে জায়গা পেয়েছিলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। লুক উডের বদলি হিসেবে তাকে দলে নিলেও টুর্নামেন্ট শুরুর আগে তাকে ছাড়িয়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। অবশেষে এক মৌসুমেই দ্বিতীয়বারের মতো আবারও মুস্তাফিজকে দলে ভেড়ানোর ঘোষণা দিল দুবাই ক্যাপিটালস।

এর আগে মুস্তাফিজের বদলি হিসেবে পাকিস্তানের হায়দার আলীকে নিয়েছিল ক্যাপিটালস। ধারণা করা হচ্ছিল, বিপিএলের সময়সূচির কারণে প্রয়োজনীয় এনওসি না পাওয়ায় মুস্তাফিজকে রাখা হয়নি। তবে সব জটিলতা কাটিয়ে এবার আবারও তাকে দলে টেনে নিয়েছে দুবাই। জিএম রিতেশের বদলি হিসেবেই এবার ফ্র্যাঞ্চাইজিটির স্কোয়াডে জায়গা পেলেন টাইগার এই পেসার।

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে নিয়মিত খেললেও আইএলটি-টোয়েন্টিতে এই প্রথম দিল্লি-সম্পৃক্ত দল দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠে নামবেন মুস্তাফিজ।

বাংলাদেশের আরও দুই ক্রিকেটার খেলবেন এবারের আসরে। নিলামে দ্বিতীয় ডাকে ৪০ হাজার ডলারে দল পেয়েছেন সাকিব আল হাসান; তাকে দলে নিয়েছে এমআই এমিরেটস। এছাড়া পেসার তাসকিন আহমেদকে ৮০ হাজার ডলারে স্কোয়াডে ভিড়িয়েছে শারজাহ ওয়ারিয়র্স।

আইএলটি-টোয়েন্টির নতুন আসর শুরু হবে আগামী ২ ডিসেম্বর। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৪ জানুয়ারি। সংযুক্ত আরব আমিরাতের তিন ভেন্যু—আবুধাবি, দুবাই ও শারজাহ—জুড়ে হবে সব ম্যাচ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস ২ ডিসেম্বর ডেজার্ট ভাইপারসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের টুর্নামেন্ট শুরু করবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪