| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টি-২০ বিশ্বকাপের গ্রুপ ঘোষণা: ইংল্যান্ড–ওয়েস্ট ইন্ডিজের সঙ্গী বাংলাদেশ

  • আপডেট টাইম: 22-11-2025 ইং
  • 1846 বার পঠিত
টি-২০ বিশ্বকাপের গ্রুপ ঘোষণা: ইংল্যান্ড–ওয়েস্ট ইন্ডিজের সঙ্গী বাংলাদেশ

রিপোর্টার্স২৪ডেস্ক: আসন্ন টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব মঞ্চে বাংলাদেশ পড়েছে তুলনামূলক কঠিন ‘সি’ গ্রুপে। এই গ্রুপে লিটন দাসের দলের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। সুপার এইটে উঠতে হলে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চ্যালেঞ্জিং লড়াইয়ের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে।

এবারের বিশ্বকাপে মোট ২০ দল চারটি গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে। প্রতিটি গ্রুপে পাঁচটি করে দল এবং গ্রুপসেরা দুই দল খেলবে সুপার এইটে।

‘এ’ গ্রুপে স্বাগতিক ভারত রয়েছে পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নামিবিয়া ও নেদারল্যান্ডসের সঙ্গে। স্বাভাবিক পারফরম্যান্স ধরে রাখতে পারলে পাকিস্তানের জন্য পরের পর্বে যাওয়া কঠিন হওয়ার কথা নয়।

অন্যদিকে আরেক স্বাগতিক শ্রীলঙ্কা রয়েছে ‘বি’ গ্রুপে। তাদের গ্রুপে আছে শক্তিশালী অস্ট্রেলিয়া, টেস্ট খেলুড়ে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড, সঙ্গে ওমান। গ্রুপটি খুব কঠিন না হলেও সুপার এইটে উঠতে লঙ্কানদের লড়াই করতে হতে পারে।

মরণফাঁদ ‘ডি’ গ্রুপেও জমে উঠবে প্রতিদ্বন্দ্বিতা। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের সঙ্গে এই গ্রুপে আছে সংযুক্ত আরব আমিরাত ও কানাডা।

আইসিসির পরিকল্পনা অনুযায়ী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবারের টি-২০ বিশ্বকাপ। উদ্বোধনী দিনের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তবে সবচেয়ে আলোচিত ভারত–পাকিস্তান ম্যাচটি ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

গ্রুপসমূহ:
গ্রুপ এ: ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নামিবিয়া, নেদারল্যান্ডস
গ্রুপ বি: শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান
গ্রুপ সি: বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল, ইতালি
গ্রুপ ডি: দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, আরব আমিরাত, কানাডা

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪