রিপোর্টার্স২৪ডেস্ক: ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিতের দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেছেন প্রিলিমিনারি উত্তীর্ণ পরীক্ষার্থীরা। শনিবার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে তারা সড়ক অবরোধ শুরু করেন। প্রায় এক ঘণ্টা অবস্থান শেষে রাত ১২টার দিকে তারা সড়ক ছেড়ে চলে যান।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাহফুজুল হক জানান, পরীক্ষার্থীরা সড়কে অবস্থান নিলেও যান চলাচল স্বাভাবিক ছিল এবং নীলক্ষেত থেকে মিরপুর রোড খোলা ছিল।
আন্দোলনকারীদের একজন সজীব কুমার পাল জানান, রাত ১১টার দিকে তারা নীলক্ষেত মোড় ব্লক করেন। সারারাত অবস্থানের পরিকল্পনা থাকলেও পরিস্থিতি বিবেচনায় তারা এক-দুই ঘণ্টা থাকতে পারেন বলে জানান।
প্রার্থীদের অভিযোগ, পিএসসি ঘোষিত ৬০ দিনের মধ্যে বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়া নতুন পরীক্ষার্থীদের জন্য প্রায় অসম্ভব। তাদের মতে, অভিজ্ঞ প্রার্থীরা তুলনামূলকভাবে স্বল্প সময়ে প্রস্তুতি নিতে পারলেও প্রথমবারের মতো লিখিত পরীক্ষায় অংশ নিতে যাওয়া নতুনদের জন্য এ সময়সীমা অযৌক্তিক। দ্রুত রুটিন প্রকাশ করাকে তারা বৈষম্যমূলক বলে মনে করছেন।
এর আগে যুক্তিসঙ্গত প্রস্তুতির সময় নিশ্চিত করতে পিএসসির চেয়ারম্যান ড. মোবাশ্বের মোনেমের কাছে পরীক্ষা পেছানোর দাবি জানিয়ে স্মারকলিপি জমা দেন পরীক্ষার্থীরা।
রিপোর্টার্স২৪/বাবি