| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সন্ধ্যায় ভূমিকম্প: আতঙ্কে ঢাবিতে হুড়োহুড়ি, আহত ৬

  • আপডেট টাইম: 22-11-2025 ইং
  • 1469 বার পঠিত
সন্ধ্যায় ভূমিকম্প: আতঙ্কে ঢাবিতে হুড়োহুড়ি, আহত ৬
ছবির ক্যাপশন: সংগৃহীত প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার: দেশে গত ৩৬ ঘণ্টায় তৃতীয় দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটে ৪.৩ মাত্রার কম্পন অনুভূত হওয়ার সময় আতঙ্কিত হয়ে সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নামতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষার্থী আহত হন।

শামসুন্নাহার হলের তিনজন, কুয়েত মৈত্রী হলের একজন, বেগম রোকেয়া হলের একজন এবং মাস্টারদা সূর্যসেন হলের একজন শিক্ষার্থী এ ঘটনায় আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনই ছাত্রী।

শামসুন্নাহার হল ছাত্র সংসদের সাহিত্য বিষয়ক সম্পাদক ইসরাত জাহান সুমনা সিঁড়ি থেকে পড়ে গিয়ে পায়ে গুরুতর আঘাত পান। ধারণা করা হচ্ছে, তার পা ভেঙে যেতে পারে। হলে আহত অন্য দুই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কুয়েত মৈত্রী হলের এক শিক্ষার্থী সিঁড়ি থেকে পড়ে আহত হন। বেগম রোকেয়া হলের এক শিক্ষার্থী আতঙ্কে অজ্ঞান হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

মাস্টারদা সূর্যসেন হলের শিক্ষার্থী মামুনুর রশিদ সিঁড়ি দিয়ে নামার সময় ধাক্কাধাক্কিতে হাতে আঘাত পেয়েছেন।

এর আগে সকালেই নরসিংদীতে উৎপত্তিস্থল হওয়া ৩.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। সন্ধ্যার এই ভূমিকম্পটি ছিল দিনের দ্বিতীয় এবং ৭ ঘণ্টার ব্যবধানে। এর উৎপত্তি ছিল রাজধানী থেকে মাত্র ৩ মাইল দূরে।

শুক্রবারের ৫.৭ মাত্রার ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঢাবির হাজী মুহাম্মদ মহসিন হলের চারতলা ভবন থেকে লাফ দিয়ে তিন শিক্ষার্থী আহত হন। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের একজন শিক্ষার্থীও লাফ দিয়ে পা ভেঙেছেন। এ ঘটনায় তিন জেলায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে ছয় শতাধিক মানুষ আহত হয়েছেন। ঢাকার বিভিন্ন ভবনে ফাটল দেখা দেওয়ার পাশাপাশি কিছু ভবন হেলে পড়ার ঘটনাও ঘটেছে।


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪