রিপোর্টার্স২৪ডেস্ক: রাজধানীর তিতুমীর কলেজে ব্যানার টানানোকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
বনানী থানা সূত্র জানায়, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং রাত সাড়ে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিএমপির বনানী থানার ইন্সপেক্টর (তদন্ত) মেহেদী হাসান বলেন, ব্যানার টানানোকে কেন্দ্র করেই দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। তিনি জানান, বর্তমানে কলেজ গেটে শিবিরের শিক্ষার্থীরা অবস্থান করছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে না ওঠে সেজন্য সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
তবে কোন ব্যানার বা কারা টানাতে গিয়েছিল— সে বিষয়ে পুলিশ নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।
রিপোর্টার্স২৪/বাবি