সিনিয়র রিপোর্টার : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বুধবার লন্ডনের চ্যাথাম হাউসে রয়েল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে দেওয়া বক্তব্যের কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে প্রশ্ন তুলেছেন বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান ওরফে সামি।
বুধবার (১১ জুন) নিজের ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি
লিখেছেন, ‘কী হাইস্যকর একটা অবস্থা, তারাই সহযাত্রী, আবার তারাই শ্রোতা।’
তিনি আরও লিখেছেন, শেখ হাসিনাও একই কাজটা করতো, যাদের প্লেন ভর্তি করে নিয়ে যেত বা যারা ওই দেশে তার স্তুতি করত তাদের ডেকে এসব সভার আয়োজন করত। আর চুজ অ্যান্ড পিক করে প্রশ্ন থ্রো করা হতো।’