| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পরকীয়ার সন্দেহ, স্বামীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করলেন স্ত্রী

reporter
  • আপডেট টাইম: Jul ২২, ২০২৫ ইং | ০১:৪৪:৩৬:পূর্বাহ্ন  |  712661 বার পঠিত
পরকীয়ার সন্দেহ, স্বামীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করলেন স্ত্রী
ছবির ক্যাপশন: পরকীয়ার সন্দেহ, স্বামীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করলেন স্ত্রী

রিপোর্টার্স ইন্টারন্যাশনাল ডেস্ক :  বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন— এই সন্দেহে স্বামীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করেছেন স্ত্রী। ভারতের ঝাড়খণ্ড জেলার সেরাইকেলা-খারসোয়ান জেলায় ঘটেছে এই ঘটনা।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ওই ব্যক্তির নাম রাজেশ কুমার মাহাথা। বেশ কিছুদিন ধরেই স্ত্রী পূজা কুমারীর সঙ্গে তার বিবাদ চলছিল। গত সপ্তাহের মঙ্গলবার তাদের অশান্তি চরমে ওঠে।

অভিযোগ, রাজেশ যখন রাতে ঘুমাচ্ছিলেন সেই সময়ে পূজা একটি হাতুড়ি নিয়ে তার উপর চড়াও হন। পর পর আঘাতের জেরে থেঁতলে যায় রাজেশের মাথা। রক্তে ভেসে যায় বিছানা। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজেশের।

রাজেশকে হত্যার পর সন্তানদের নিয়ে সেখান থেকে চম্পট দেন পূজা। পরের দিন রাজেশের দেহ উদ্ধার করে পুলিশ। পাশাপাশি, ঘটনাস্থল থেকেই উদ্ধার হয়েছে রক্তমাখা হাতুড়িটি।

পূজা পলাতক থাকায় স্বাভাবিকভাবেই তদন্তকারীদের সন্দেহ তার উপর গিয়ে পড়ে। এরপরই পূজার খোঁজে শুরু হয় তল্লাশি। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে দু’দিনের মধ্যেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, জেরায় খুনের কথা স্বীকার করে নিয়েছেন পূজা।

রিপোর্টার্স২৪/সোহাগ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪