| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাবেক হিট অফিসার বুশরার স্বামীর সিসা লাউঞ্জে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২১, ২০২৫ ইং | ১৩:৫২:২১:অপরাহ্ন  |  621195 বার পঠিত
সাবেক হিট অফিসার বুশরার স্বামীর সিসা লাউঞ্জে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩

সিনিয়র রিপোর্টার : রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে ‘হিট অফিসার’ খ্যাত বুশরা আফরিনের স্বামীর ‘দ্য কোর্টইয়ার্ড বাজার’ সিসা লাউঞ্জে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় তিনজনকে গ্রেপ্তার করে গুলশান থানা পুুলিশ। এছাড়া  অভিযানে বিপুল পরিমাণ সিসা, হুক্কা ও বিভিন্ন ব্র্যান্ডের মাদকদ্রব্যসহ নগদ অর্থ জব্দ করা হয়। 

মঙ্গলবার (১৯ আগস্ট) গভীর রাতে এ অভিযান চালানো হয়। 

এ বিষয়ে গুলশান থানার ওসি হাফিজুর রহমান বলেন, অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন- আব্দুর রাব্বি, শাকিল আহম্মদ ও রনি মিয়া মামুন। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের পাশাপাশি হিট অফিসার বুশরার স্বামী জাওয়াদ, লাউঞ্জ পরিচালক আফরোজা বিনতে এনায়েতসহ মোট ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। যাদের বেশিরভাগই বারটির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত।

পুলিশ জানায়, অভিযানে প্রায় সাড়ে চারকেজি বিভিন্ন ব্র্যান্ডের সিসা, একাধিক ব্র্যান্ডের সিসার কৌটা ও প্যাকেট এবং ১২ কেজি কোকোনাট চারকোল জব্দ করা হয়। এছাড়া দশটি হুক্কা ও আটটি পাইপ এবং নগদ প্রায় ১৯ হাজার টাকা উদ্ধার হয়েছে। আসামিরা দীর্ঘদিন ধরে গোপনে এই সিসা লাউঞ্জে অবৈধ মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪