| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সেহাঙ্গল বিপ্লব-এর কবিতা

  • আপডেট টাইম: 10-10-2025 ইং
  • 209227 বার পঠিত
সেহাঙ্গল বিপ্লব-এর কবিতা
ছবির ক্যাপশন: ছবি: সেহাঙ্গল বিপ্লব-

বাটখারা



তারা নাম ভূমিকায় ফিরে ফিরে আসে বারবার 

স্বৈরশাসকের জোয়াল চাপাতে আমাদের কাঁধে?

কেরাবিন কাতেমিন কষ্ট পেয়ে দীর্ঘশ্বাস ফেলে,

সেই তাপে আমরা জ্বলছি আগুনের শিখা হয়ে।

 

কতটা উত্তাপে গলে হৃদয়ের শস্যসম্ভারের

ফুলতোলা বীজ? চিঠির বদলে পোস্ট করে রক্ত। 

তোমরা বোঝনা মানুষের কিসে কান্না-হাসি পায়

তোমরা সমস্ত কথা বলো বক্তৃতার মতো করে। 


এভাবে জ্বলার কথা কখনো ছিলো না

সুপেয় মদের জলে জ্বলছি তবুও...


মঞ্চ কাঁপানোই তোমাদের নেশা-পেশা ও সমাধি 

পাদুকার মালা জড়িয়ে বন্ধুর মুখে হাসো যদি

বলো, কে দেবে ফুলের জলসায় তীব্র আমন্ত্রণ

প্রেমহীন তোমাদের বুকে ক্রদ্ধ লাথি উৎসবে?


দেশপ্রেমিকের অভাবে পৃথিবী কাঁপে অনিবার্য 

চয়ন কবিরা পক্ষে বিপক্ষে তর্জমা করে ভুল। 

সমান নিক্তির বাটখারা খুঁজে ফেরা মানুষেরা

শুধু উড়ন্ত বালুর দিকে চেয়ে থাকে মরু পথে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪