অভাব ও অভাবী
অভাব নামক কমন বিষয়
সবার সাথেই তার পরিচয়
কম অথবা বেশি,
খাদ্যের অভাব কারো ঘরে,
কেউ বা ধরতে চেষ্টা করে
আকাশের ওই শশী।
কেউ অভাবী জন্ম থেকে
কেউবা আনে নিজে ডেকে
করতে বাড়ি গাড়ি,
দরকার আছে ঘরেতে নাই
কোথায় পাবো কার কাছে যাই
চিন্তা যায় না ছাড়ি।
খাদ্য বস্ত্রের মৌলিক অভাব
এটা কভু নয়কো স্বভাব
দূর হয় চেষ্টার ফলে,
সম্পদ গড়ার নেশায় পড়ে
অভাব আসে যার অন্তরে
যায় না মরণকালে।
অর্থচিন্তায় পড়ে তাহার
নিয়মিত হয় না আহার
ঘুম আসে না রাতে,
তিন সন্তানের তিনটে বাড়ি
কিনতে হবে তাদের গাড়ি
অর্থ নেই যে হাতে।
বৈধা-বৈধ নেইকো বিচার,
যেভাবেই হোক টাকা দরকার
করতে হলেও চুরি,
নানান রকম অজুহাতে
ঘুষের দিকে হাতটা পাতে
কামায় ভুরি ভুরি।
অনাহারী পেটের দায়ে
পালায় যখন রুটি নিয়ে
চোর তাহাকে বলি,
কিল ঘুষি আর লাথির চোটে
অনাহারীর বাক্ না ফোটে
চায় না চক্ষু মেলি।
পুকুর চোরা ঘুষখোরের দল
দেশের সম্পদ করছে দখল
গড়ছে ধনের পাহাড়,
সম্মানে তারা মোড়া
দেই বাড়িয়ে ফুলের তোড়া
শ্রদ্ধাঞ্জলির বাহার।
খোদ বিচারক সৃষ্টিকর্তা
দেখছেন সবের জীবন খাতা
কাজের হিসাব যতো,
সব অভাবের ওজন নিয়ে
দুনিয়াতেই দেন দেখিয়ে
ভিডিও ফুটেজের মতো।
নেতা হবো
রাজনীতিতে যুক্ত হলাম
হবো মহান নেতা,
দেশের মানুষ ঠুকবে সেলুট
নুইয়ে তাদের মাথা।
চোখ রাঙিয়ে চলবো আমি
জনগণের মাঝে,
কেউ রবে না বাঁধ সাধতে
আমার কোনো কাজে।
পড়াশোনা খুব বেশি না
চাকরির আশা মিছে,
দোষ কি তাতে ? ঘুরবে টাকা
আমার পিছে পিছে।
বেতনভোগী চাকরিজীবী
সকলে স্যার বলে,
আমার হুকুম তামিলেতে
ছুটবে দলে দলে।
রাস্তার পাশে গাছে গাছে
ঝুলবে আমার ছবি,
ভেবে নেবে আমায় সবে
উদীয়মান রবি।
নেতা বলে সালাম দিয়ে
সম্মান দেবে লোকে,
মিছিল করে মোর জয়গান
গাইবে মুখে মুখে।
সরকারি ত্রাণ তৎপরতায়
যাবো সবার আগে,
হিসেব করে বুঝে নেবো
যা পড়ে মোর ভাগে।
গরিব দুঃখী ঘুরবে পিছে
করবে তোয়াজ কত,
খাটিয়ে নেবো তাদের আমি
নিজের ইচ্ছে মত।
পেটোয়া দল তুলবো গড়ে
ক্ষমতারই বলে,
অবাধ্য আর বিরোধীদের
পিষবো যাতাকলে।
আমার মতের বিরোধিতা
যদি কেহ করে,
আমি কেডা বুঝিয়ে দেবো
তাকে হাড়ে হাড়ে।
গড়ে তুলবো টাকার পাহাড়
করবো বাড়ি গাড়ি,
চলার জন্য রাজার হালে
মাথা উঁচু করি।
নিজে বাঁচলে নামটি বাপের
লোক মুখেরই কথা,
মরে মরুক দেশের মানুষ
ভাবনার সময় কোথা ?
নিজের এমন ভাবনাগুলো
আছে নিজের মনে,
প্রকাশ করায় নিষেধ আছে
কেউ যেন না জানে।
সবার তরে এই অনুরোধ
বিনয় সহকারে,
সাপোর্টসহ পাশে থাকবেন
জীবন উজাড় করে।