| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আর আই রফিক- এর চিরায়ত পদ্য

  • আপডেট টাইম: 17-11-2025 ইং
  • 23191 বার পঠিত
আর আই রফিক- এর  চিরায়ত পদ্য
ছবির ক্যাপশন: কবি আর আই রফিক

বিচারের বাণী


বিচার করা অতি সোজা পরের তরে হলে

লঘু পাপে গুরুদণ্ড চাপিয়ে দেওয়া চলে।

বিচার কর্ম বড়োই কঠিন হলে নিজের তরে,

সাজা মাপতে দাঁড়িপাল্লা এদিক ওদিক নড়ে।


বিচার কাজে সমান সবাই প্রজা মন্ত্রী রাজা, 

অপরাধী প্রমান হলে সমান হবে সাজা।

প্রহসনের বিচার যে গো দুনিয়াতে করে,

ভাবী কালে তেমন সাজা নিজের কাঁধেই পড়ে।


পরের বিচার করার আগে নিজেকে যে যাচে,

মৃত্যুর পরেও সংসারেতে অমর হয়ে বাঁচে।

বিচার করো বিচারপতি বিবেক সজাগ রেখে, 

তুষ্ট হবেন মহান প্রভু তোমার বিচার দেখে।



মুখ ও মুখোশ 


কাক আর কোকিল হুবহু মিল 

     দেখতে তফাৎ নাই,

ভুবন মাঝে কথায় কাজে 

     তাদের চিনতে পাই।


এই সমাজে ভদ্র সেজে 

     ঘোরে কতো লোক, 

  কর্ম দেখে মরি দুখে 

    মনে জাগে শোক।


সাধু বেশে চলে মিশে

    গলায় কথার জোর, 

পোশাকেতে ধর্মের খোলস 

    কাজের বেলায় চোর।


কয়লা ধুইলে যায় না ময়লা

    যতোই তুমি চাও,

আপন স্বভাব করবেই প্রকাশ

    যতোই প্রলেপ দাও।


কাচও দেখতে হীরের মতো

    মূল্য ততো নাই,

যাচাই করে কিনতে হবে

   মনে রেখো ভাই।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪