ভুলে গেছি তোমায়
প্রথম জীবনের প্রেম কিংবা
জীবনের প্রথম প্রেম
ভেঙে যাওয়ার পর
সেকি কষ্ট!
এই কষ্ট থাকে
এক মাস, দুই মাস
এক বছর, দুই বছর
সর্বোচ্চ পাঁচ থেকে দশ বছর।
তারপর জীবনের তাগিদে
নানান ব্যস্ততায়
সেই তোমাকেই ভুলে যাই আমি
যে কি না ছিলে আমার সকাল
ছিলে দুপুর, ছিলে বিকেল আর
রাত্রি।
অথচ তোমারও এক সময়
সন্তান হয়ে যায়
তুমিও হয়তো ভুলে যাও আমায়
ভুলে গেছি প্রথম প্রেম
ভুলে গেছি তোমায়।