| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আসাদুল্লাহ মুক্তার কবিতা

  • আপডেট টাইম: 11-10-2025 ইং
  • 206805 বার পঠিত
আসাদুল্লাহ মুক্তার কবিতা
ছবির ক্যাপশন: ছবি: আসাদুল্লাহ মুক্তা


সময়ের আলো ছায়া
...............................
কেমন অকল্প সময়ের আলো-ছায়া
ভালো লাগে না কোন কিছু
যেখানে যাই সেখানেই অস্বচ্ছতায় ভরে যায় মন
কাজ-কর্ম খাওয়া-দাওয়া ঘুম-বিশ্রাম যেন- 
ভাঙা কাছে টুকরো
বিকল হয়ে যায় প্রতিটা শরতের ভোর
কাশফুল ফুটে ধব ধবে সাদা রঙে
প্রাণে প্রাণে আগুনের ফণা দোল খায়
মেঘ ভাঙা সুনীল আকাশ ছুঁয়ে যায় শাব্দিক সুর
অন্তর দহনে ভাঙচুর করে প্রাণ ও প্রকৃতি
শিউলি শাপলা কোকিলাসহ নাম না জানা 
অনেক ফুলের গন্ধে ছন্দ তোলে-গান গায়।

আশ্বিনের শির শির শিশির ভেজা সকাল
ধীরে ধীরে শীতের সমীরণ বুকে এসে বসে 
সাদা বকের পালক উড়ে ঝিলে বিলে
মনকে নাড়াতে পারে না কোন কিছু
ভালো লাগে না প্রাণহীন শূন্যতা 
অস্থির লাগে গণজনসহ একান্ত একা   একাকী

ঘোর সন্ধিক্ষণ
........................
আকাশে অঝরে প্রকৃতির কান্নার ছায়া
দিনগুলো বিড়ম্বনার আগাম খোলা দরোজা 
অপেক্ষার অণুক্ষণে সমায়ের গুপ্ত জাগরণ
স্মৃতির জানালায় যখন অতীতের প্রতিচ্ছবি
তখনই পথভ্রান্ত অসহ্য পথের তীব্র আনাগোনা
স্বাধীনচোখ পরাধীন শৃঙ্খলে বাধার ঘৃণ্য আয়োজন।

তখনও করুণ বিহব্বল তাকানো নয়
প্রতিবাদের দহনে অঙ্গার ভষ্মপ্রাপ্ত হয়-
বর্ণহীন ইতিহাসের পাতা
রক্তমাখা মলিন জামার স্বপ্নীন পতাকা ওড়ে বাতাসে
আগামীর স্বরূপ সংরক্ষণে প্রাণের সরব উৎসব বয়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪