টমাহকের পাশে শুয়ে আছি
.............................................................................
টমাহকের পাশে শুয়ে আছি।
দিশেহারা;
ওইসব ভয়ানক মারণাস্ত্রের পাশে শুয়ে
তুমি মনপবনের নৌকায় পাল তুলে
বাণিজ্যের কড়ি বাজিয়ে ধেয়ে আসো
দজলার তটরেখায়।
সত্যি দিশেহারা;
মুঠোফোনে ছবি
আরব সাগরে রণতরীর মাস্তুল,
বঙ্গোপসাগরে হাঙরের উৎপাত
মধ্যপ্রাচ্য জুড়ে জনতার তীব্র চিৎকার।
আমি বলি, আমার অন্ধপিতার শিয়রে কিছু নেই।
শূন্যতা, আহ? ধোঁয়াশায় আড়াল আছে,
অন্ধকারের দেয়াল।
কারো কিছু জানা নেই
শুধু এ কান থেকে ও কান...।
টমাহকের পাশে শুয়ে আছি
নিদ্রাহীন স্বপ্নহীন ভেজা চোখ।
শুধু হন্তারকের বসবাস,
টুকটাক এক্কা-দোক্কা খেলা
সাবাস টমাহক মামা।
আরব সাগরের নীল জলরাশি
শেষ সূর্যের সঙ্গে মীনের লম্ফঝম্প নেই
গাঙচিলের ডানায় নীলাভ আকাশ
শুধু ফিসফাস গুঞ্জন নিয়ে আসে
একখণ্ড কালো মেঘ
আর লালমুখো ঈগলের লোভাতুর চোখ।
আকস্মিক আমার অন্ধপিতা বলে,
নীলেই থাকো বঙ্গোপে ঘোলাজল।
আর আমি টমাহকের পাশে দেখি,
পরান শেখ কাস্তে উঁচিয়ে আছে।
রিপোর্টার্স২৪ /এসসি