| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাহমুদ নজির-এর কবিতা

  • আপডেট টাইম: 13-10-2025 ইং
  • 198840 বার পঠিত
মাহমুদ নজির-এর কবিতা
ছবির ক্যাপশন: মাহমুদ নজির

সত্য- মিথ্যা


পৃষ্ঠা উল্টালেই দেখি 

কালো কালো দাগ

লাল, নীল বেদনার লিপি,পীতবর্ণ

ঝাঁঝালো পোড়া আর এলোমেলো 

ধোঁয়া ওঠা বিদগ্ধ বিপুল ভাঁজ! 


অবচেতন মন কিছুই জানে না এর 

গূঢ় রহস্য, বুনন ও চয়নের নৃত্যকলা,

ঝরাপাতা উড়ে উড়ে 

ঠিকানা খোঁজে দূর নীলিমায়। 


কাঙ্ক্ষিত স্বপ্নময় স্থিরচিত্রে

সত্যের মুখোমুখি দাঁড়িয়ে

হররোজ গুলিয়ে ফেলি

মানবিক চেতনার বিশুদ্ধ অবগাহন। 


মিথ্যাকে আশ্রয়-প্রশ্রয় করে

পাঠ করি ভুল কবিতা,

অসঙ্গতি জীবনের

ক্রমে ক্রমে দীর্ঘ হয় পথ। 


পৃষ্ঠা উল্টালেই দেখি

আগাগোড়া অসংখ্য প্যাঁচ, 

চক্ষুশূল বেদনার ষোলোকলা-

সত্য- মিথ্যার নেই কোনো যাচাই। 


      


রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪