| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে ভারত

  • আপডেট টাইম: 02-05-2025 ইং
  • 786471 বার পঠিত
বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে ভারত
ছবির ক্যাপশন: বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ সীমান্তের ‘সংবেদনশীল এলাকায়’ যৌথ টহল শুরু করেছে ভারতের উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের (এনএফআর) সুরক্ষা বাহিনী (আরপিএফ)। সূত্র: এনডিটিভি 


ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে সমন্বয় করে দেশটির সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি) এই যৌথ টহল শুরু করেছে।  


এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্তে নিরাপত্তা জোরদার এবং বাংলাদেশের সীমান্তর্বর্তী এলাকায় রেলওয়ের সম্পদ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি বাড়ানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

 

আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি রেলপথে নজরদারি বৃদ্ধি এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধ করার জন্য আরপিএফ, জিআরপি এবং বিএসএফের এই যৌথ টহল ব্যবস্থা চালু হয়েছে। 


বাংলাদেশ-ভারত সীমান্ত সংলগ্ন সেক্টরগুলোতে ‘বিশেষ মনোযোগ’ দিয়ে এনএফআরের অধীনে বিভিন্ন বিভাগে যৌথ টহল পরিচালনা করা হচ্ছে।

  

এনএফআর আরও জানিয়েছে- আরপিএফ, জিআরপি এবং বিএসএফের দলগুলো রেলওয়ে অবকাঠামোর নিবিড় পর্যবেক্ষণের পাশাপাশি ওই এলাকায় হস্তক্ষেপ, অনুপ্রবেশ বা সম্ভাব্য হুমকির লক্ষণ খতিয়ে দেখছে এবং এই অঞ্চলে রেলওয়ে নিরাপত্তা ব্যবস্থার সামগ্রিক প্রস্তুতি যাচাই করছে।


গত বছর শেখ হাসিনার ক্ষমতা ছেড়ে ভারতে যাওয়ার পর থেকে বাংলাদেশ সীমান্তের কাছে উত্তর-পূর্বের বিভিন্ন রেলস্টেশনে ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে বেশ কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। এছাড়া ওই অঞ্চলটিকে রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে ভারত ও বাংলাদেশের মধ্যে অবৈধ চলাচলের জন্য ব্যবহার করে আসছে বলে জানা গেছে।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪