| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ সার কারখানায় গ্যাসের নতুন মূল্য জানাবে বিইআরসি

  • আপডেট টাইম: 23-11-2025 ইং
  • 59 বার পঠিত
আজ সার কারখানায় গ্যাসের নতুন মূল্য জানাবে বিইআরসি

রিপোর্টার্স২৪ ডেস্ক: সার কারখানায় ব্যবহৃত গ্যাসের মূল্য নির্ধারণে আজ রোববার (২৩ নভেম্বর) গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিকেল সাড়ে ৩টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা জানানো হবে।

গত ৬ অক্টোবর অনুষ্ঠিত গণশুনানিতে পেট্রোবাংলা ও বিভিন্ন গ্যাস বিতরণ কোম্পানি সার কারখানায় ব্যবহৃত প্রতি ইউনিট গ্যাসের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করার প্রস্তাব দেয়। তবে বিইআরসির কারিগরি কমিটি দাম ৩০ টাকা নির্ধারণের সুপারিশ করে।

গণশুনানিতে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, গ্যাসের দাম নির্ধারণে সবদিক থেকে ভারসাম্য রক্ষা করা জরুরি। দাম বাড়লে সারের উৎপাদন ব্যয় বৃদ্ধি নিয়ে কৃষকদের উদ্বেগ রয়েছে, আর সেদিকটিও অবশ্যই বিবেচনায় রাখতে হবে।

তিনি বলেন, জিডিপিতে কৃষির অবদান তুলনামূলক কম হলেও দেশের খাদ্য নিরাপত্তা ও ব্যাপক কর্মসংস্থান কৃষিখাতের ওপরই নির্ভরশীল। একই সঙ্গে এলএনজি আমদানির ব্যয়ও মূল্য নির্ধারণে গুরুত্বপূর্ণ বিষয়।

বিকেলের ঘোষণায় কোন প্রস্তাবটি গ্রহণ করা হবে- সেটিই এখন কৃষক, সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ও জ্বালানি খাতের সংশ্লিষ্টদের নজরে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪