| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দক্ষিণ কোরিয়ায় মার্কিন রণতরী, কঠোর হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

  • আপডেট টাইম: 08-11-2025 ইং
  • 55206 বার পঠিত
দক্ষিণ কোরিয়ায় মার্কিন রণতরী, কঠোর হুঁশিয়ারি উত্তর কোরিয়ার
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টারর্স২৪ ডেস্ক: উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী নো কওয়াং চোল দক্ষিণ কোরিয়ার বন্দর শহর বুসানে মার্কিন বিমানবাহী রণতরী আগমনের ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে ‘আরও আক্রমণাত্মক পদক্ষেপ’নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

শনিবার (০৮ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, নো কওয়াং চোল বলেছেন, যে কোনো হুমকি যদি আমাদের নিরাপত্তার সীমা অতিক্রম করে, সেগুলোকে সরাসরি লক্ষ্যবস্তু করা হবে এবং প্রয়োজনীয়ভাবে মোকাবিলা করা হবে। শক্তির জোরে নিরাপত্তা নিশ্চিত ও শান্তি রক্ষার নীতিতে আমরা শত্রুদের হুমকির জবাবে আরও আক্রমণাত্মক পদক্ষেপ দেখাবো। 

উত্তর কোরিয়া পূর্ব উপকূলের দিকে একটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর হুঁশিয়ারি দিয়েছে। ক্ষেপণাস্ত্রটি জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের বাইরে সাগরে পড়েছে বলে টোকিও জানিয়েছে।

এদিকে ওয়াশিংটন সম্প্রতি উত্তর কোরিয়ার আটজন নাগরিক ও দুটি প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাইবার অপরাধের সঙ্গে যুক্ত অর্থ পাচারের অভিযোগ রয়েছে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দক্ষিণ কোরিয়া সফর করছেন।

কেসিএনএ জানিয়েছে, শুক্রবার অনুষ্ঠিত দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র বার্ষিক সিকিউরিটি কনসালটেটিভ মিটিংয়ের (এসসিএম) প্রতিক্রিয়ায় এবং বুসানে মার্কিন ফিফথ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ও ইউএসএস জর্জ ওয়াশিংটনের আগমনের পর নো কওয়াং চোল এই হুশিয়ারি দিয়েছেন।

উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া তাদের পারমাণবিক ও প্রচলিত অস্ত্রভিত্তিক বাহিনীকে একীভূত করার ষড়যন্ত্র করছে। তিনি বলেন, আমরা ভালোভাবেই বুঝেছি যে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত কোরিয়ান উপদ্বীপে শত্রুতার অবস্থান বজায় রাখতে চায়। আমরা এর জবাব দিতে পিছপা হব না।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ দক্ষিণ কোরিয়া সফরের সময় ডিমিলিটারাইজড জোন (ডিএমজেড) পরিদর্শন করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি পোস্ট করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জোটের মূল লক্ষ্য থাকবে উত্তর কোরিয়াকে প্রতিরোধ করা।

রিপোর্টারর্স২৪/এসসি 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪