| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চীনা নভোচারীরা মহাকাশে ২০৪ দিন কাটিয়ে নিরাপদে ফিরলেন

  • আপডেট টাইম: 14-11-2025 ইং
  • 31211 বার পঠিত
চীনা নভোচারীরা মহাকাশে ২০৪ দিন কাটিয়ে নিরাপদে ফিরলেন
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় মহাকাশে অবস্থান শেষে নিরাপদে পৃথিবীতে ফিরেছেন চীনের শেনচৌ–২০ মিশনের তিন নভোচারী। শুক্রবার বেইজিং সময় বিকেল ৪টা ৪০ মিনিটে শেনচৌ–২১ মহাকাশযানের রিটার্ন ক্যাপসুল উত্তর চীনের ইনার মঙ্গোলিয়ার তোংফেং ল্যান্ডিং সাইটে অবতরণ করে। এরপর পর্যায়ক্রমে ক্যাপসুল থেকে বের করে আনা হয় তিন নভোচারীকে।

ফেরার পর মিশন কমান্ডার ছেন তোং জানান, গত কয়েক দিনে তারা পার্টি, দেশ ও জনগণের নিবিড় পর্যবেক্ষণ ও যত্ন পেয়েছেন। প্রকল্পের সঙ্গে যুক্ত সহকর্মীরাও সার্বক্ষণিক সহযোগিতা করেছেন। 

তিনি বলেন, মানববাহী মহাকাশ অভিযানে জীবন ও নিরাপত্তাই সবচেয়ে বড় অগ্রাধিকার। আজ সুস্থভাবে দেশে ফিরতে পেরে আমরা কৃতজ্ঞ। আমার মহান মাতৃভূমিকে নিয়ে আমি গর্ব করি।

অন্য নভোচারী ছেন চোংরুই নিজের মহাকাশ যাত্রাকে আজীবনের স্বপ্নপূরণ উল্লেখ করে মাতৃভূমির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, গত ২৪ এপ্রিল শেনচৌ–২০ মিশন মহাকাশে যাত্রা শুরু করে এবং গ্রাউন্ড টিমের সঙ্গে সমন্বয়ে সব কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।

শেনচৌ–২০ দলের ফেরার কথা ছিল ৫ নভেম্বর। তবে কক্ষপথে ঘুরে বেড়ানো ক্ষুদ্র বস্তু বা ডেব্রির সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা দেখা দেওয়ায় নিরাপত্তাজনিত কারণে ফেরার পরিকল্পনা স্থগিত করা হয়। পরে জরুরি মূল্যায়নে দেখা যায়, শেনচৌ–২০ মহাকাশযান প্রত্যাবর্তনের নিরাপত্তা মানদণ্ড পূরণ করছে না। ফলে মহাকাশযানটিকে কক্ষপথে রেখেই গবেষণা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় চীনা মানববাহী মহাকাশ সংস্থা (সিএমএসএ)। নিরাপত্তার কথা ভেবে তিন নভোচারীকে শেনচৌ–২১ এর রিটার্ন ক্যাপসুলে করে ফিরিয়ে আনা হয়।

ফেরার আগে শেনচৌ–২০ দল স্পেস স্টেশনের দায়িত্ব নতুন আগত শেনচৌ–২১ দলের কাছে হস্তান্তর করে। মোট ২০৪ দিন কক্ষপথে অবস্থান করে তারা চীনা মহাকাশ ইতিহাসে দীর্ঘতম মানববাহী মহাকাশ মিশনের রেকর্ড গড়েছেন।সূত্র: সিএমজি

রিপোর্টার্স২৪/ এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪