| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরায়েলি হামলায় গাজার ঐতিহাসিক প্রাসাদ ধ্বংস, হারিয়ে গেছে ২০ হাজার প্রত্নবস্তু

  • আপডেট টাইম: 18-11-2025 ইং
  • 22062 বার পঠিত
ইসরায়েলি হামলায় গাজার ঐতিহাসিক প্রাসাদ ধ্বংস, হারিয়ে গেছে ২০ হাজার প্রত্নবস্তু

রিপোর্টার্স২৪ ডেস্ক: ইসরায়েলি আগ্রাসনে গাজার বহু শতাব্দীর ঐতিহ্য বিপর্যস্ত হয়েছে। হামাসকে লক্ষ্য করে শুরু হওয়া অভিযানে রক্ষা পায়নি ঐতিহাসিক প্রাসাদ, প্রত্নতাত্ত্বিক স্থান ও হাজার হাজার বিরল প্রত্নবস্তু।

গাজার সরকারি মিডিয়া অফিসের প্রধান ইসমাইল আল-থাওয়াবতে জানান, ফিলিস্তিনিদের জাতীয় পরিচয় নষ্ট করার অংশ হিসেবে ইসরায়েল পরিকল্পিতভাবে প্রত্নস্থলগুলো ধ্বংস করছে। সরকারি তথ্য অনুযায়ী, ৩১৬টির বেশি প্রত্নতাত্ত্বিক স্থাপনা ও ঐতিহাসিক ভবন পুরো বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে মামলুক, ওসমানীয়, ইসলামি ও বাইজেন্টাইন যুগের স্থাপত্য।

বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইউনেস্কো তালিকাভুক্ত কাসর আল-বাশা প্রাসাদ। গাজার পুরোনো শহরের আল-দারাজ এলাকায় এই প্রাসাদের প্রায় ৭০ শতাংশ ধ্বংস হয়ে গেছে। ১০ অক্টোবরের যুদ্ধবিরতির পর স্থানীয় কর্মীরা ধ্বংসস্তূপ থেকে প্রত্নবস্তু উদ্ধার ও সংরক্ষণের কাজ চালাচ্ছেন।

বার্তাসংস্থা আনাদোলুর তথ্য অনুযায়ী, কমপক্ষে ২০ হাজার প্রত্নবস্তু লুট বা হারিয়ে গেছে। পশ্চিম তীরের সাংস্কৃতিক বিশেষজ্ঞ হামুদা আল-দাহদার বলেন, “প্রতিটি প্রত্নবস্তু ফিলিস্তিনের সভ্যতার একেকটি অধ্যায়ের সাক্ষ্য বহন করত; এই লুটপাট আমাদের জাতীয় পরিচয়কে আঘাত করেছে।”

গাজার চলমান সংঘাতে ইতিমধ্যেই নিহত হয়েছে ৬৯ হাজারের বেশি মানুষ, যার অধিকাংশ নারী ও শিশু। আহত হয়েছে আরও ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ। পুরো অঞ্চল আজ এক ভয়াবহ ধ্বংসাবশেষে পরিণত হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪