| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আরাকান আর্মির হামলায় ৩০ মিয়ানমার সেনা নিহত

  • আপডেট টাইম: 18-11-2025 ইং
  • 21775 বার পঠিত
আরাকান আর্মির হামলায় ৩০ মিয়ানমার সেনা নিহত
ছবির ক্যাপশন: আরাকান আর্মির হামলায় ৩০ মিয়ানমার সেনা নিহত

রিপোর্টার্স২৪ ডেস্ক: মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির (এএ) অপ্রত্যাশিত হামলায় অন্তত ৩০ জান্তা সেনা নিহত হয়েছে। স্থানীয় সামরিক সূত্র এবং সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রাখাইন রাজ্যের ১৭টি টাউনশিপের মধ্যে ১৪টি এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। সামরিক বাহিনী শুধু সিত্তে, কিয়াকফিউ ও মানাউং টাউনশিপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। তবে এবার কিয়াকফিউতেও বড় ধরনের হামলার মুখোমুখি হয়েছে জান্তা বাহিনী।

প্রতিবেদনে বলা হয়েছে, থাইন চাউং টাং ঘাঁটি দখলের পর সংঘর্ষ শুরু হয়। আরাকান আর্মি আগে থেকেই মিনপিন গ্রামের চারপাশে মাইন স্থাপন করে সরে যায়, যা সেনাদের জন্য ফাঁদে পরিণত হয়। সেনারা নিরাপদ ভেবে এলাকায় প্রবেশ করলে, আরাকান আর্মি হঠাৎ গুলি চালায়। অনেক সেনা মাইনে পেয়ে নিহত হয়েছে।

এক সূত্র জানায়, সেনারা গ্রাম ফাঁকা মনে করে আরাম করে ছবি তুলছিল, ঠিক তখনই আক্রমণ হয়। এতে অন্তত ৩০ সেনা নিহত এবং আহতের সংখ্যা আরও বেশি। সংঘাতের ফলে বেশ কয়েকটি গ্রাম থেকে মানুষ বাস্তুচ্যুত হয়েছে। কিয়াকফিউতে অভ্যন্তরীণ শরণার্থীর সংখ্যা বেড়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবীরা জানান, বিমান হামলা অবিরাম চলছে এবং নৌবাহিনী প্রায় প্রতিদিন গুলি চালাচ্ছে। বাস্তুচ্যুতদের সর্বাধিক জরুরি প্রয়োজন হলো খাদ্য।

আরাকান আর্মি কিয়াকফিউ শহরের কাছে কিছু উপকূলীয় গ্রাম দখল করে রেখেছে, যেখানে পাওয়ারচায়না গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র এবং উপকূলীয় গ্যাস টার্মিনাল রয়েছে। শাসকগোষ্ঠী এই এলাকায় প্রায় এক হাজার সেনা মোতায়েন করেছে। শহরে আছে তিনটি পদাতিক ব্যাটালিয়ন, একটি পুলিশ ব্যাটালিয়ন এবং তিনটি নৌ ঘাঁটি।

স্থানীয়রা জানিয়েছেন, চীন ড্রোন এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করেছে। তবে সংবাদমাধ্যম স্বাধীনভাবে এই তথ্য যাচাই করতে পারেনি। এখন কিয়াকফিউ এলাকায় গ্রামগুলো বিচ্ছিন্ন করা হয়েছে, পণ্য ও ওষুধ সরবরাহ বন্ধ হয়ে খাদ্য ঘাটতি তীব্র হচ্ছে, এবং সংঘাত দ্রুত বাড়ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪