| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতীয় ও ফরাসি শিল্পীদের সংগীত সংযোগ

ঢাকায় ‘বোম্বে এক্সপেরিয়েন্স’

  • আপডেট টাইম: 02-12-2025 ইং
  • 5911 বার পঠিত
ঢাকায় ‘বোম্বে এক্সপেরিয়েন্স’

রিপোর্টার্স২৪ডেস্ক: আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা আয়োজন করছে বিশেষ সংগীত প্রজেক্ট ‘বোম্বে এক্সপেরিয়েন্স’। এতে কার্নাটক তাল, ভারতীয় হিপ–হপ ও আধুনিক জ্যাজকে এক মঞ্চে আনছেন ভারত ও ফ্রান্সের শিল্পীরা।

বাংলাদেশে আসছেন ফরাসি পিয়ানোবাদক আলেক্সন্দ্রে হের, ড্রামার পিয়েরে মঞ্জার্ড, ব্যাস প্লেয়ার গায়েল পেত্রিনা, কার্নাটিক মৃদঙ্গমশিল্পী বি. সি. মঞ্জুনাথ এবং ভারতীয় র‌্যাপার মানমীত কউর। কউর তার গান ও লিরিকে সমাজ, রীতি–নীতি ও বৈপরীত্য তুলে ধরার জন্য পরিচিত।

মুম্বাইয়ের র‌্যাপ সংস্কৃতি থেকে অনুপ্রাণিত হয়ে হের ‘বোম্বে এক্সপেরিয়েন্স’ তৈরি করেন। পরে মঞ্জুনাথের সঙ্গে তার সহযোগিতা প্রকল্পকে আরও গতি দেয়। ভারত সফর, রেসিডেন্সি এবং গ্রেনোবলের একটি ফেস্টিভ্যালে পরিবেশনার মধ্য দিয়ে এটি পূর্ণাঙ্গ কোলাবোরেশনে পরিণত হয়।

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার মতে, ‘বোম্বে এক্সপেরিয়েন্স’ ভারতীয় শাস্ত্রীয়তা, হিপ–হপের শক্তি ও জ্যাজের স্বাধীনতাকে এক সাউন্ডস্কেপে তুলে ধরে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানটি হবে ৩ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় আগারগাঁওয়ের মুক্তিযোদ্ধা জাদুঘর অডিটোরিয়ামে। পরদিন সকাল ১০টা থেকে ধানমন্ডি কেন্দ্রের মাস্টারক্লাসে অংশ নেবেন হের, মঞ্জুনাথ ও কউর। অংশ নিতে নিবন্ধন করতে হবে ([email protected])

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪