| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিগগিরই দেশে ফিরতে পারেন তারেক রহমান: মির্জা ফখরুল

  • আপডেট টাইম: 02-12-2025 ইং
  • 3892 বার পঠিত
শিগগিরই দেশে ফিরতে পারেন তারেক রহমান: মির্জা ফখরুল
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে তিনি দ্রুতই ফিরে আসবেন।মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে একটি গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

এর আগে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, তারেক রহমান এখনো ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি। তিনি চাইলে তাৎক্ষণিকভাবে পাস ইস্যু করা হবে। সরকার তার দেশে ফেরায় প্রয়োজনীয় সব সহযোগিতা করবে। তিনি আরও জানান, খালেদা জিয়া দেশের বাইরে চিকিৎসা নিতে চাইলে সরকার সহযোগিতা দিতে প্রস্তুত, তবে সিদ্ধান্ত দলের ও পরিবারের।

৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের বিভিন্ন জটিলতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি মুক্তি পান। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন গিয়ে ১১৭ দিন চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। গত ২৩ নভেম্বর হঠাৎ শারীরিক অবস্থা অবনতি হলে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে এবং পরে অবস্থার অবনতি হলে তাঁকে সিসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে এভারকেয়ার হাসপাতালে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তাঁর চিকিৎসা চলছে।

এদিকে গত রাত থেকে এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। হাসপাতালের প্রধান ফটকের দুই পাশে ব্যারিকেড বসানো হয়েছে, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। শুধু চিকিৎসাসংশ্লিষ্ট ব্যক্তি ও নিকটাত্মীয়দের হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

পুলিশ সদস্যরা জানান, রাত ২টার দিকে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে ব্যারিকেড বসানো হয়, যাতে অপ্রয়োজনীয় ভিড় ঠেকানো যায় এবং রোগীদের চলাচল নির্বিঘ্ন থাকে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪