| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টয়লেটের ফ্লাশ নষ্ট হওয়ায় উড্ডয়নের এক ঘণ্টা পর ফিরে এলো বিমান

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৮, ২০২৫ ইং | ১৪:৩২:৩২:অপরাহ্ন  |  657950 বার পঠিত
টয়লেটের ফ্লাশ নষ্ট হওয়ায় উড্ডয়নের এক ঘণ্টা পর ফিরে এলো বিমান

রিপোর্টার্স২৪ ডেস্ক :

বৃহস্পতিবার (৭আগষ্ট) রাত ১২টা ২৩ মিনিটে শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের আবুধাবিগামী বিজি ৩২৭ ফ্লাইটটি উড্ডয়ন করেছিলো। কিন্তু মাঝ আকাশে উড়োজাহাজটির তিনটি টয়লেটের ফ্লাশ একসঙ্গে বিকল হয়ে যায়। যাত্রীরা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়লে পাইলট ঢাকা ফেরার সিদ্ধান্ত নেন। 

পরে রাত ১টা ৩১ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

বিমান সূত্র জানায়, আবুধাবিগামী ফ্লাইট বিজি-৩২৭ উড়োজাহাজটির যাত্রীদের রাত পরে তিন ঘণ্টার বেশি সময় পর ভোর ৩টা ৩৮ মিনিটে অন্য একটি উড়োজাহাজে আবুধাবি পাঠানো হয়। তবে, বিজি-৩৮৮ উড়োজাহাজটির আজ শুক্রবার সকাল ১১টা ৩০ মিনিটে ব্যাংককে যাওয়ার কথা থাকলেও, সেটি নির্ধারিত সময়ে উড্ডয়ন করতে পারেনি।

টয়লেটের সব ফ্ল্যাশ একসাথে নষ্ট হয়ে বিমানের ফিরে আসার ঘটনা বাংলাদেশে এই প্রথম।এর আগে, গত ৬ আগস্ট, ব্যাংককগামী বিমানের একটি ফ্লাইটের ইঞ্জিনে অস্বাভাবিক কম্পন ধরা পড়ার পর উড্ডয়নের এক ঘণ্টা পর সেটি ঢাকায় ফিরে আসে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪