| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় ১০ নিহত

  • আপডেট টাইম: 25-11-2025 ইং
  • 38576 বার পঠিত
আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় ১০ নিহত
ছবির ক্যাপশন: আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় ১০ নিহত

রিপোর্টার্স২৪ ডেস্ক: আফগানিস্তানের দক্ষিণ-পূর্ব খোস্ত প্রদেশের গুরবুজ জেলায় পাকিস্তানি বাহিনী পরিচালিত বিমান হামলায় নয় শিশু ও একজন নারী নিহত হয়েছেন। হামলায় ক্ষতিগ্রস্ত বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, হামলা সোমবার মধ্যরাতে কাজী মীরের ছেলে ওয়ালিয়াত খানের বাড়িতে পরিচালিত হয়। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, নিহত শিশুদের মধ্যে পাঁচজন ছেলে এবং চারজন মেয়ে রয়েছেন।

মুজাহিদ আরও জানান, পাকিস্তানি বিমান হামলা একই সময়ে উত্তর-পূর্ব কুনার ও পূর্ব পাকতিকা প্রদেশেও চালানো হয়, যাতে অন্তত চারজন বেসামরিক ব্যক্তি আহত হন। এই হামলার পেছনে উত্তেজনার সূত্রপাত ঘটে পাকিস্তানের পেশোয়ারে অবস্থিত ফ্রন্টিয়ার কনস্টেবল সদর দপ্তরে বন্দুকধারীর হামলার কারণে। ওই হামলায় দুইজন আত্মঘাতী বোমা হামলাকারী জড়িত ছিল। প্রথম হামলাকারী প্রবেশপথে বিস্ফোরক ব্যবহার করে, অন্যজন কম্পাউন্ডে প্রবেশ করে বিস্ফোরণ ঘটায়। এতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী আশেপাশের রাস্তাগুলো বন্ধ করে তল্লাশি চালায়।

এ মাসের শুরুতে ইসলামাবাদে আরেকটি আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত হয়েছিল। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানের সঙ্গে আদর্শিকভাবে জড়িত পাকিস্তান তালেবান এই হামলার দায় স্বীকার করেছে। সীমান্তবর্তী সংঘর্ষ ও সহিংসতার কারণে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা বিরাজ করছে, যা শান্তি আলোচনাকে ব্যাহত করেছে।

সূত্র: আল জাজিরা


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪