| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাঁধে কাঁধ মেলালেন শাকিব-নিশো

reporter
  • আপডেট টাইম: জুন ০৪, ২০২৫ ইং | ১৪:৪৭:১৩:অপরাহ্ন  |  812293 বার পঠিত
কাঁধে কাঁধ মেলালেন শাকিব-নিশো
ছবির ক্যাপশন: কাঁধে কাঁধ মেলালেন শাকিব-নিশো

স্টাফ রিপোর্টার:

ঢালিউডে শাকিব খান আর আফরান নিশোকে কেন্দ্র করে আলোচনা, সমালোচনার অভাব নেই। বলা হয়, মেগাস্টারের সঙ্গে অভিনেতা নিশোর সম্পর্ক মোটেও ভালো নয়। কিন্তু সম্প্রতি একটি অনুষ্ঠানে শাকিব খান এবং আফরান নিশোকে এক মঞ্চে দেখা গেছে। কেউ কেউ ভাবছেন দুই জনের মধ্যকার বরফ গলছে।


এদিকে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমায় কয়েক মুহূর্র জন্য আফরান নিশোকে দেখা যাবে। বিষয়টি ‘তাণ্ডব’-এ একটি মাইলেজ তৈরি হবে বলে মন্তব্য করেছেন আলোচিত উপস্থাপক এবং অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। তিনি শাকিব খান এবং আফরান নিশোর কাঁধ কাঁধ মিলিয়ে দাঁড়ানো একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। 


ওই ছবি শেয়ার করে জয় লিখেছেন, ‘মনমালিন্যের অবসান হয় না রে পাগল। সবই ব্যবসায়ীদের হাতের পুতুল। যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের কি দোষ? যে ভক্তরা গত দুই বছর ধরে যুদ্ধ করলো ওদেরকেও মিলায়ে দেন। অথবা এরপর বলে দিবেন ভক্তরা যেন মাতামাতি না করে। কারণ দিনশেষে অংকটা আপনারাই মিলান। মাঝে ঝগড়া বিবাদ ফ্যাসাদ। রায়হান রাফী এবং শাকিব খান জুটির সিনেমা এমনিতেই ব্লকবাস্টার হবে। নিশো তাণ্ডব’কে এক্সট্রা মাইলেজ দিবে নিঃসন্দেহে।’


জয় আশঙ্কা প্রকাশ করেছেন, ভবিষ্যতে নিশোর একক নায়ক এর সিনেমা একটু রিস্কে পড়বে।


শাহরিয়ার নাজিম জয়ের ওই পোস্টের কমেন্টের ঘরে একজন লিখেছেন, ‘জয় ভাই, আপনি হচ্ছেন একজন হিপোক্রেট এবং হিংসাত্মক মনোভাবাপন্ন মানুষ!’


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪