| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন জীবনের সূচনার তারিখ প্রকাশ ইনস্টাগ্রামে

সামান্থা–রাজের গোপন প্রেমের সফল পরিণতি

  • আপডেট টাইম: 02-12-2025 ইং
  • 5830 বার পঠিত
সামান্থা–রাজের গোপন প্রেমের সফল পরিণতি

রিপোর্টার্স২৪ডেস্ক: প্রেমের গুঞ্জনের মধ্যেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও নির্মাতা রাজ নিধুমুরু। সোমবার সকালে ইশা যোগা সেন্টারের লিং ভৈরবী মন্দিরে তাঁদের বিয়ে হয়। এনডিটিভি জানিয়েছে, দীর্ঘদিনের পরিচয় ও সম্পর্কের ভিত্তিতেই এ পরিণয়।

অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’–এর কাজ করতে গিয়েই দুজনের প্রথম পরিচয়। সিরিজটি পরিচালনা করেন রাজ, আর ‘রাজি’ চরিত্রে অভিনয় করেন সামান্থা। তখন সম্পর্ক ছিল পুরোপুরি পেশাদার। পরে ‘সিটাডেল: হানি বানি’ সিরিজে কাজ করতে গিয়ে দুজনের ঘনিষ্ঠতা বাড়ে।

এ সময় চলচ্চিত্র প্রযোজনায় নামেন সামান্থা। ইনস্টাগ্রামে ‘নতুন শুরু’ ক্যাপশনে রাজকে সঙ্গে নিয়ে পোস্ট দিলে গুঞ্জন আরও তীব্র হয়। এরপর থেকেই দুজনের গোপন ডেটিংয়ের খবর ছড়িয়ে পড়ে। সেপ্টেম্বরে সামান্থার একটি রহস্যময় পোস্টে ত্রিশের দশকে সত্যিকারের ভালোবাসা খুঁজে পাওয়ার মন্তব্যকে অনেকেই রাজকে ইঙ্গিত করা হিসেবে দেখেছিলেন।

জুলাইয়ে মিশিগানের ডেট্রয়েটে তোলা ছবিতে সামান্থার পাশে দেখা যায় রাজকে—এক ছবিতে হাত ধরে হাঁটছেন তাঁরা; মুখে দুজনেরই প্রশস্ত হাসি।

অবশেষে বহু আলোচিত সম্পর্কটির পরিণতি মিলল। সোমবার বিয়ের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে সামান্থা লিখেছেন, “০১.১২.২০২৫”—তাঁদের নতুন জীবনের সূচনার তারিখ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪