| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর সার্জেন্ট নিহত

  • আপডেট টাইম: 02-12-2025 ইং
  • 1379 বার পঠিত
ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর সার্জেন্ট নিহত
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে ড্রাম ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সেনাবাহিনীর সার্জেন্ট মামুনুর রশিদ নিহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বনপাড়া-লালপুর মহাসড়কের বাহিমালী বাজারের কাছে জয় বাংলার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মামুনুর রশিদ লালপুর উপজেলার বড় ময়না (পূর্ব পাড়া) গ্রামের আব্দুল মজিদের ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, বনপড়ার দিক থেকে লালপুরগামী একটি ড্রাম ট্রাক জয়বাংলার মোড়ে ইজিবাইককে সামনে থেকে ধাক্কা দিলে ইজিবাইকটি উল্টে যায়। এ সময় ইজি বাইকের যাত্রী সেনাবাহিনীর সার্জেন্ট মামুনুর রশিদ গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বোনপাড়া পাটোয়ারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর সার্জেন্টের নিহতের বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে রওনা হয়েছে। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম ঘটনাস্থলে রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ -সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪